শিল্পকথা: সুধী পাঠক, আমাদের সম্পর্কে জানার আগ্রহ প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। 'শিল্পকথা' একটি অনলাইন পোর্টাল এবং ব্লগিং সাইট। সাহিত্যের বিভিন্ন শাখা-উপন্যাস,নাটক,কবিতা,ছোটগল্প,প্রবন্ধ প্রভৃতি শিল্পকর্মের রিভিউ, গঠনশৈলী বা আঙ্গিক,মূলভাব,বিষয়বস্তু সহ নানারূপ মজাদার ও দারুন সব ক্যাটাগরির টপিক নিয়ে আমাদের সাইটের পথ চলা।
শিল্পকথা একটি দারুন উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। সেটি হল, সাহিত্যকে আরও সহজতর করে বিশ্বাবাসীর কাছে তুলে ধরা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের লেখকগণ নিয়মিত তাদের লেখা সমূহ সাইটে প্রকাশ করে যাচ্ছে, এরই সাথে পাঠক হিসেবে আপনাকে ও সুযোগ করে দিচ্ছে একজন লেখক হিসেবে আমাদের পথ চলার সঙ্গী হবার।
শিল্পকথার নিজস্ব লেখকগণ তাদের নির্ধারিত আলাদা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে লিখে থাকেন। লেখকগণ প্রতিটি বিষয় পাঠকের সামনে তুলে আনতে যথাসাধ্য রিসার্চ করেন এবং সত্য ও স্বাভাবিক ভাবে বিষয়টি তুলে আনেন।
মূলত বাঙলা সাহিত্যের ছাত্রছাত্রীদের পাশাপাশি সমস্ত পাঠকের কাছে সাহিত্যের রস সঞ্চার করাই আমাদের উদ্দেশ্যে।
আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রতিটি বিষয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকুন।
0 মন্তব্যসমূহ